marquee

“সুবহানাল্লাহ - ওয়াল হামদুলিল্লাহ - ওয়া লা-ইলাহা ইলল্লাল্লাহু - আল্লাহু আকবার”

Navigation Menu

সুস্থতা নিয়ে ৫টি হাদিস ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ(সা:)


সুস্থতা নিয়ে হাদিস
সুস্থতা নিয়ে ৫টি হাদিস ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুস্থতা নিয়ে ৫টি হাদিস ও ব্যাখ্যা

সকল প্রসংসা আল্লাহ তায়ালার জন্য যিনি অত্যান্ত দয়ালু মেহের বান ।হাজার দরুদ সেই মহামানব প্রিয় নবী হজরত মুহাম্মাদ মুস্তফা(সা:)এর প্রতি।

হাদিস ১:

"দুইটি নিয়ামত আছে, যেগুলোর ব্যাপারে বহু মানুষ ধোঁকায় পড়ে – সুস্থতা এবং অবসর।"
– সহীহ বুখারী: ৬৪১২

ব্যাখ্যা: মানুষ প্রায়ই সুস্থতা ও ফাঁকা সময়কে অবমূল্যায়ন করে। যখন সুস্থ থাকে তখন আলসেমি করে, আর অসুস্থ হলে অনুশোচনায় পড়ে। সুস্থতাকে ইবাদত, উপার্জন ও ভালো কাজের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।


হাদিস ২:

"যে ব্যক্তি সকালে নিরাপদ ঘরে থাকে, শরীর-স্বাস্থ্য ঠিক থাকে এবং দিনের খাবার থাকে – সে যেন দুনিয়ার সকল সুখ অর্জন করেছে।"
– তিরমিজি: ২৩৪৬

ব্যাখ্যা: সুস্থতা ও নিরাপত্তাই আসল সুখ। বড় ধন-সম্পদ ছাড়াও যদি কারও জীবন নিরাপদ ও স্বাস্থ্যবান হয়, তবে সে সত্যিকারের ধনী।

হাদিস ৩:

"তোমার দেহেরও তোমার উপর হক আছে।"
– সহীহ বুখারী: ৫১৯৯

ব্যাখ্যা: ইসলাম শরীরের প্রতি যত্ন নেয়াকে ইবাদত হিসেবে গণ্য করে। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, খাবার এবং ব্যায়ামও শরীরের হক আদায়ের অংশ।

হাদিস ৪:

"তাকওয়ার পরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে তা যেন হয় সুস্থতা।"
– ইবনে মাজাহ: ৩৮৫১

ব্যাখ্যা: সুস্থতা এমন একটি নেয়ামত যা ছাড়া কোনো ভালো কাজ, ইবাদত বা জীবন উপভোগ করা যায় না। তাই তা চাইতে হবে সর্বদা।

হাদিস ৫:

"একজন রোগী বা মুসাফির যখন ইবাদতে অক্ষম হয়, আল্লাহ তাঁর জন্য স্বাভাবিক অবস্থায় যে কাজ করতেন, সেই সাওয়াব লিখে দেন।"
– সহীহ বুখারী: ২৯৯৬

ব্যাখ্যা: যে ব্যক্তি সুস্থ অবস্থায় নিয়মিত ইবাদত করত, অসুস্থ হলে বা ভ্রমণে গেলে সে ইবাদত না করলেও তার সওয়াব পাওয়া যায়। কিন্তু এই ফজিলত পেতে হলে সুস্থ থাকতে ইবাদত অভ্যাস করতে হবে।

সূরা ফাতিহা ফজিলত ও গুরুত্ব

শেষ কথা:

সুস্থতা শুধু দেহের বিষয় নয়, এটা এক অমূল্য নেয়ামত। ইসলামী দৃষ্টিতে সুস্থ শরীর হলো ইবাদতের মাধ্যম। তাই আমাদের উচিত নিয়মিত শরীরের যত্ন নেওয়া, পাপ থেকে বেঁচে থাকা এবং সুস্থতাকে আল্লাহর পথে কাজে লাগানো।

আল্লাহ্ রাব্বুল আলামীন তাহার অনন্ত অসীম রহমতের মাধ্যমে আমার মন্দ কাজ সমূহ গোপন রাখুন এবং নেক কাজ করার তওফীক দান করুন।সাথে সাথে তাহার পূণ্যশীল বান্দাদের উছিলায় সৎ কাজ করার ও তাহাদের অনুসরন করার তাওফীক দিন।দ্বীনের প্রচার ও প্রসারের জন্য আমাকে কবুল করুন এবং জ্ঞান দান করুন,আমীন-ছুম্মাআমীন।