১)যখন ঘুমাতে যাবেন তখন মোবাই ফোনটিতে আল-কোরআনের যে কোন
একটি সূরা(বিষেশ করে সূরা ইয়াসিন)অন করে ঘুমাবেন।এই খেয়ালে যে,আপনি সম্পুর্ন সূরাটি
শুনবেন ।তারপর আপনি যদি দুই চার আয়াতও শুনে ঘুমিয়ে পরেন তথাপি আল্লাহতায়ালা মেহেরবানী
করে আপনাকে পুরা পুরি সওয়াব দিয়ে দিবেন । ওযু না থাকলেও পাবেন তবে ওযুর সাথে শুনলে
অধিক সওয়াব পাওয়া যাবে ।আমল ছাড়াই সওয়াব মিলে গেল ।
২)মজলিশে যথন বসবেন তখন আত্তাহিয়াতুর সুরতে (দুই হাটু ভেঙ্গে)
বসা সুন্নত ।আমরা অনেকেই ঐ ভাবে বেশিক্ষন বসেথাকতে পারি না তাই বলে কি সওয়াব থেকে আমরা
বঞ্চিত হবো ? না, প্রথমে আত্তাহিয়াতুর সুরতে সুন্নতের নিয়তে বসবেন তারপর স্বাভাবিক
নিয়মে যে ভাবে আপনি বসে থাকেন সেভাবে বসবেন ।তাহলে আপনার প্রথম বসাটাই আল্লাহর ফেরেস্তারা
লিপিবদ্ব করবেন এবং মহান আল্লাহর অপার করুনায় আপনাকে যতক্ষন বসা থাকবেন পুরাটাই সুন্নত
তরিকায় বসার সওয়াব দেওয়া হবে । কারন আল্লাহ আপনার বাহিরটা দেখবেন না দেখবেন দিলের তামান্না
।আপনি কি অক্ষম বা অপারগ উক্ত কাজের জন্য।
৩)আপনার পরিবারের প্রতি প্রতিনিয়ত আপনি যে সকল খরচ(হালাল আয়
থেকে) করে থাকেন তার পূর্বে এই নিয়ত করুন । যে আমার পরিবারের প্রতিটা সদস্য ভালখাবে
ভালো পরবে এবং আল্লাহর হুকুম আহকাম পুরোপুরি পালন করবে ।অবশ্যই আপনাকে তাদের হক আদায়
করতে হবে(সাধ্যানুযায়ী)।তাহলে খরচের প্রত্যেকটি পয়শা সদকা করার যে সওয়াব হতো সে পরিমান
সওয়াব আল্লাহ মেহেরবানী করে আপনার আমলনামায় দিয়ে দিবেন ।অধিকন্তু আপনার সংসার সংসারের
নিয়মের গতিতেই চলে যাবে, সদকার আমল না করেও আপনি সদকার সওয়াব পেয়ে যাবেন ।
৪)যখন আপনি নামায পরতে মসজিদে যাবেন তখন পরিবারের সদস্যদের
ডেকেদিয়ে যাবেন । এতে করে মহিলারা নামাযের প্রতি খেয়াল রাখবে এবং আপনিও সওয়াব পেয়েযাবেন
।পারেন যদি প্রতিবেশী বা পথিক ভাইকে সালাম দিয়ে নামাযের কথা সরণ করে দিবেন(অবশ্যই নম্র
ভাবে)তাহলে নামাযের প্রতি আপনারও মহব্বত বৃদ্বি পাবে । এবং বলার দরুন যে সকল নর-নারী
উক্ত ওয়াক্তের নামায আদায় করবেন তাহাদের সম পরিমান সওয়াব আপনিও পাবেন । অথচ নামাযীর
সওয়াব থেকে কোন প্রকার সওয়াব কর্তন করা হবে না । অতিরিক্ত নামাযের আমল না করেও আপনি
আল্লাহর দয়ায় সওয়াব পেয়ে যাবেন ।
৫)সাধ্যমত আত্নীয়সজন,এতিম,মিসকিনদের কে সাহায্য করুন যদি না পারেন তাহলে ধার দিবেন ।প্রতিটি ধারের টাকা আপনি ফেরৎ পাবেন অধিকন্তুঐ পরিমান টাকা সদকার সওয়াব পেয়ে যাবেন ।যে টাকা খোয়া যাবে তাহার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এহকালে ও পরকালে আপনাকে ধনি বানিয়ি(অধিক সওয়াবের অধিকারি)দিবেন ।টাকা দানের নেক আমল না করেও আপনি সদকা কারির কাতারে থাকবেন ।আল্লাহ আমাকে এবং সমস্ত মুসলিম ভাই-বোনদের তাওফিক দান করুন।সাথে সাথে তাহার পূণ্যশীল বান্দাদের উছিলায় সতকাজ করার ও তাহাদের অনুসরন করার তওফীক দিন।দ্বীনের প্রচার ও প্রসারের জন্য আমাকে কবুল করুন এবং জ্ঞান দার করুন,আমীন-ছুম্মাআমীন।