সকল প্রসংসা আল্লাহ তায়ালার জন্য যিনি অত্যান্ত দয়ালু মেহের
বান ।হাজার দরুদ সেই মহামানব প্রিয় নবী হজরত মুহাম্মাদ মুস্তফা(সা:)এর প্রতি যার আগমনে
এই ধরা ধন্য হয়েছে ।আমরা পেয়েছি পরিপূর্ণ জীবন ব্যবস্থার বিধান আল কোরআন মহান রব আল্লাহর
পক্ষ থেকে ।মানব জীবনের প্রতি পদে পদে যে দিক নির্দেশনার প্রযোজন তা আল কোরআনের মাধ্যমে
আল্লাহ আমাদের দিয়েছেন ।
আসুন আমরা সেই ঐশি গ্রহন্থর কাছাকাছি থাকি । প্রতিনিয়ত কিছু
কিছু মহা গ্রহন্থের আয়াত তেলওয়াত করি না হয় শুনি এবং বুঝতে চেষ্টাকরি ।আর এমনি একটি
প্রচেষ্টা যদি থাকে হয়ত একদিন আল্লাহ আমাদের পবিত্র কালামমুল্লাহ তেলওয়াত করার এবং
বুঝার তাওফিক দান করবেন । পবিত্র আল কোরআন ৩০ পাড়া আরবী টু বাংলা নিজে পড়ুন এবং অপরকে পড়ার সুযোগ করে দিন ।প্রতি হরফে ১০ টি নেকী পাবেন অযু ছারা এবং অযু সহ ১০-৭০০ পর্যন্ত হতে পারে (ইখলাছের দরুন)।
আল্লাহ আমাকে এবং সমস্ত মুসলিম ভাই-বোনদের তাওফিক দান করুন।সাথে
সাথে তাহার পূণ্যশীল বান্দাদের উছিলায় সতকাজ করার ও তাহাদের অনুসরন করার তওফীক দিন।দ্বীনের
প্রচার ও প্রসারের জন্য আমাকে কবুল করুন এবং জ্ঞান দার করুন,আমীন-ছুম্মাআমীন।